রবিবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ১১টায় বিএসসিসিএলের আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটির সি মি উই-৫ বীচ-ম্যানহোল হতে ল্যান্ডিং স্টেশন পর্যন্ত ল্যান্ড ফাইবার ক্যাবল ও তৎসংলগ্ন পাওয়ার ক্যাবল কুয়াকাটার আলীপুর বাজারের কাছে একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান দ্বারা আকস্মিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে সি মি উই-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চালু ট্রাফিক বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসসিসিএল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ক্যাবলটির ত্রুটি ইতোমধ্যে চিহ্নিত করেছে এবং দ্রুততম সময়ে তা পুনসংযোগের ব্যবস্থা গ্রহণ করছে বলে জানানো হয়।
উল্লেখ্য, কক্সবাজারে অবস্থিত সি মি উই-৪ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বর্তমানে দেশে ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত আছে। তবে সি মি উই-৫ সাবমেরিন ক্যাবল পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকবে।
ক্যাবল মেরামতকালীন সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।